মা বাবার কাছে, তাঁদের সন্তানদের থেকে প্রিয় আর কিছুই হতে পারে না। কিন্তু শিশু যদি আক্রান্ত হন ডাউন সিনড্রোমের মতো একটি জেনেটিক অসুখে, তাঁদের ভবিষৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন অভিভাবকরা। এবার ডাউন সিনড্রোম নিয়েই ডানা মেললেন অ্যালি সেয়ারস নামের এক অস্ট্রেলিয়ান যুবতী। তিনিই অস্ট্রেলিয়ার প্রথম বিমান সেবিকা, যিনি ডাউন সিনড্রোমে আক্রান্ত।
কী এই ডাউন সিনড্রোম?
ডাউন সিনড্রোম একটি জেনেটিক অসুখ। এই অসুখে আক্রান্ত হলে বাচ্চাদের স্বাভাবিক বুদ্ধিমত্তা এবং শিশুদের শারীরিক বৃদ্ধিকে ধীর হয়ে যায়। ২১ মার্চ বিশ্বেজুড়ে পালিত হয় ‘বিশ্ব ডাউন সিনড্রোম দিবস’। প্রতি ৭০০ জন শিশুর মধ্যে ১ জন করে এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। মানুষের দেহের ডিএনএ–তে ২১ নম্বর ক্রোমোজোমটি তিনবার পরপর থাকলে ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ডাউন সিন্ড্রোমে আক্রান্ত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির আইকিউ হয় মাত্র ৫০, যা একটি ৬/৭ বছরের বাচ্চার সমান। আমাদের দেশে ডাউন সিন্ড্রোমে আক্রান্ত শিশুর সংখ্যা ২০২৪ সালের নিরিখে ৩০,০০০ এরও বেশি।
ডাউন সিনড্রোমের একমাত্র ওষুধ যত্ন:
এই ধরণের শিশুদের মানসিক বিকাশ একটু ধীর হয়। যত্ন, ভালবাসা এবং সহানুভূতিই এই শিশুদের মূল পাথেয় হয়ে উঠতে পারে। তাঁদের শেখালে তাঁরা শিখবে না এমনটা নয়, লাগবে একটু সময় আর ধৈর্য্য।
বিপ্লব ভার্জিন এয়ারলাইনসের
বিমান সেবিকা বা এয়ার হস্টেস মানেই আমাদের চোখে ভেসে ওঠে তথাকথিত সুন্দর, তন্বী মহিলা। কিন্তু এই ধারণাকেই বুড়ো আঙুল দেখিয়ে অ্যালি সেয়ারসকে বিমান সেবিকা হিসাবে নিযুক্ত করেছে ভার্জিন এয়ারলাইনস। ভার্জিন এয়ারলাইনসের এই সিদ্ধান্ত বেজায় প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে।