প্রায় দু বছর পর আবার সাম্বা (Samba) ফিরছে ব্রাজিলে (Brazil)। রবিবার থেকেই শুরু হল প্রস্তুতি। রিও (Rio) রাস্তায় শোনা গেল সাম্বা ড্রামের সুর। ২০২০ সালে করোনার (Corona) জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কার্নিভাল। তারপর থেকে অতিমারীর সঙ্গে লড়াই করেছে দক্ষিণ আমেরিকার (Latin America) এই দেশ। তাঁদের জীবন থেকে উবে গিয়েছিল উৎসবের আনন্দ। অবশেষ যা ফিরল এই রবিবারে।
রিওর কার্নিভাল কমিটি ঠিক করেছে, অতিমারী কাটিয়ে আবার তারা এই বছর উৎসবের আয়োজন করবে। তবে বিদেশিরা ব্রাজিলে এসে এই উৎসব দেখতে পারবেন কীনা, তা পরে জানানো হবে বলেই কমিটির সিদ্ধান্ত। আপাতত, দেশের মধ্যে প্রতিটি সাম্বাড্রোমকে সংগঠিত করে শুরু করা হয়েছে প্রস্তুতির কাজ।
আরও পড়ুন : দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ২৫০৩ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের
রিওর এক স্কুলের শিক্ষিকা লিজা। তিনি জানিয়েছেন, খুব ভাল লাগছে আবার কার্নিভাল ফিরছে ব্রাজিলে। তবে তাঁরা সতর্ক। তাই সবরকম বিধিনিষেধ মেনেই এই উৎসব পালন করা হবে বলে জানান ওই শিক্ষিকা।