মাস পাঁচেক আগেই আইনি স্বীকৃতি পেয়েছিল। নেপালে এই প্রথম সরকারি ভাবে নথিভুক্ত হল কোনও সমলিঙ্গ বিবাহ। দক্ষিণ এশিয়ায় নেপালেই এমনটা প্রথম হল।
২৭ বছরের সুরেন্দ্র পাণ্ডে এবং ৩৫ বছরের রূপান্তরকামী মহিলা মায়া গুরুং-এর বিয়েকে স্বীকৃতি দিল নেপালের আইন।
Randeep Hooda Wedding: ইম্ফলের ছাদনাতলায় রণদীপ হুডা, কনে যেন সাক্ষাৎ রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা
সমকামী দম্পতিদের সমান সুযোগ এবং অধিকার দেওয়ার দাবিতে সম্প্রতি নেপালের সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল চলতি বছরের জুনে। সেই মামলার শুনানিতেই সমলিঙ্গ বিবাহকে বৈধ ঘোষণা করা হয়েছিল।
নেপালের সুপ্রিম কোর্ট অবশ্য ২০০৭ সালেই সমলিঙ্গ বিবাহকে আইনি বলে ঘোষণা করেছিল। ২০১৫ সালে নেপালের সুপ্রিম কোর্ট একটি নির্দেশনামায় জানায়, লিঙ্গ এবং যৌন সংক্রান্ত বিষয়ে সংখ্যালঘু মানুষদের উপর প্রযুক্ত সমস্ত ‘বৈষম্যমূলক’ আইনে পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে সমলিঙ্গ বিবাহের জন্য আলাদা আইন তৈরির কথাও বলে আদালত। কিন্তু অভিযোগ, তার পরে দেশের কোনও সরকারই এই বিষয়ে অগ্রসর হয়নি।