কয়েক বছর আগেই পাকিস্তানের প্রথম রূপান্তরকামী সংবাদ সঞ্চালিকা হয়ে দুনিয়ার নজরে এসেছিলেন মারভিয়া মালিক। গত বৃহস্পতিবার সন্ধেবেলায় লাহোরে তাঁর ওপর হামলা হয়। অভিযোগ, মারভিয়াকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতিরা। একটি ওষুধের দোকান থেকে বাড়ি ফেরার সময়ই হামলার মুখোমুখি হন তিনি। কোনওমতে বেঁচে যান ইতিহাস সৃষ্টিকারী ওই সংবাদ সঞ্চালিকা।
তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর রূপান্তরকামী সত্তার জন্য তাঁকে আক্রমণ করে বেশ কয়েকদিন ধরেই হুমকি ফোন পাচ্ছিলেন তিনি। লাহোর থেকে ইসলামাবাদেও চলে যান মারভিয়া। তবে, তাতেও এড়ানো গেল না হামলা।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, একটি অস্ত্রোপচারের জন্য কয়েকদিনের জন্য তিনি লাহোরের এসেছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালে পাকিস্তানের প্রথম রূপান্তরকামী সংবাদ সঞ্চালিকা হিসাবে কাজ শুরু করেন মারভিয়া। রূপান্তরকামী মডেল থেকে সাংবাদিকের পেশায় এসেছিলেন তিনি। ২১ বছর বয়সে দেশের প্রথম রূপান্তরকামী সাংবাদিক হয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। প্রচুর মানুষের সমর্থনও পেয়েছিলেন।