চিকিৎসা বিজ্ঞানে অভিনব সাফল্য । লিভার প্রতিস্থাপন বা কিডনি প্রতিস্থাপনের কথা তো প্রায়ই শুনে থাকেন । তবে, পৃথিবীতে এই প্রথম সম্পূর্ণ চোখ প্রতিস্থাপন করা হল । যা চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী, বলছেন চিকিৎসকরা । আর এই যুগান্তকারী ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে । যদিও, প্রতিস্থাপনের পর চোখ ভালভাবে কাজ করছে কি না তা জানা যায়নি ।
জানা গিয়েছে, বেশ জটিল অস্ত্রোপচার ছিল । ২০২১ সালে বিদ্যুৎতাড়িত হয়ে চোখের দৃষ্টি হারান ৪৬ বছরের অ্যারন জেমস । তাঁর বা চোখ, বাঁ হাতের কনুইয়ের উপরের অংশ,নাক এবং ঠোঁট, সামনের দাঁত, বাঁ গালের অংশ এবং চিবুক হাড় ক্ষতিগ্রস্ত হয় । চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন । চলতি বছর ২৭ মে জেমসের চোখ ও মুখের কিছু অংশের অস্ত্রোপচার হয় । জানা গিয়েছে, চোখ প্রতিস্থাপনের অস্ত্রোপচারের জন্য দাতার মুখের কিছু অংশ ও অপটিক নার্ভ-সহ সম্পূর্ণ বাঁ চোখ অপসারণ করেন চিকিৎসকরা। পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় ২১ ঘণ্টা সময় লাগে ।
চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে । তবে জেমস এখনও দৃষ্টিশক্তি ফিরে পাননি । চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি । আগে সম্পূর্ণ চোখ প্রতিস্থাপন নিয়ে গবেষণা করা হয়েছে পশুদের উপর । তাতে সাফল্যও এসেছে । সেখানে দেখা গিয়েছে, অনেকেই দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন । তবে, মানুষের উপর এই প্রথম গবেষণা চালানো হল । চিকিৎসকদের আশা, জেমস খুব শীঘ্রই দৃষ্টিশক্তি ফিরে পাবেন ।