বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে রানওয়েতেই পিছলে গেল বিমান। তারপরই দু'টুকরো হয়ে গেল। বৃহস্পতিবার রাতেই ঘটনাটি ঘটেছে কোস্টারিকার রাজধানী সান হোসের সান্তা মারিয়া বিমানবন্দরে। দমকল বিভাগ থেকে জানানো হয়, হুয়ান সান্তা মারিয়া বিমানবন্দর থেকে বোয়িং ৭৫৭ ছাড়ার খানিক পরেই হাইড্রোলিক সিস্টেমে সমস্যা দেখা দেওয়ার পরই উড়ানটি জরুরি অবতরণ করতে যায়। তখনই ওই দুর্ঘটনা ঘটে।এরপর ওই বিমানবন্দরে দীর্ঘক্ষণ বন্ধ করে দেওয়া হয় বিমানের ওঠানামা।
দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী বিমানটি জার্মানির একটি পরিবহণ সংস্থার। রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎই পিছনের চাকা পিছলে গিয়ে ভারসাম্য হারায় বিমানটি। এর পরে মাটিতে ধাক্কা খেয়ে দু’টুকরো হয়ে যায়। ঘটনায় কেউ হতাহত হননি।
ভিতরে কোনও যাত্রী ছিল না। বিমানের পাইলট সহ দুই সদস্যও বিশেষ আঘাত পাননি বলেই জানানো হয়েছে কোস্টারিকার দমকল বিভাগের তরফে। তবে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেড ক্রস কর্মীরা। তাঁরা বিমানে উপস্থিত কর্মীদের হাসপাতালে নিয়ে যান শারীরিক পরীক্ষার জন্য।
গোটা ঘটনায় বিমানের পাইলট স্তম্ভিত হয়ে গেলেও তিনি গোটা ঘটনাটিই মনে করতে পারছেন বলে জানিয়েছেন। তিনি জানান, সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।