ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চিন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত চিনের হুনান প্রদেশ। এখনও পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই প্রায় ১০ হাজার বাসিন্দাকে ওই এলাকা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ।
জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রবল বৃষ্টির কারণে ৭০টি বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজারেরও বেশি ঘরবাড়ি। ভেসে গিয়েছে চাষের জমিও। অনুমান, এখনও পর্যন্ত ৭৯ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন - পুতিনকে খুন করতে চায় গোটা বিশ্ব, বিস্ফোরক দাবি জেলেনেস্কির
অন্যদিকে, অন্যদিকে বিপুল বন্যায় গত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে চিনের শানসি প্রদেশের জেনবায়। তবে, ভয়ঙ্কর বন্যা হলেও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।