জল্পনাকে সত্যি করে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন পপ গায়িকা শাকিরা (Shakira) ও স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে (Gerard Pique)। ১২ বছরের সম্পর্কে ইতি টানলেন এই তারকা জুটি (PK-Shakira BreakUp) । শনিবার দুজনেই বিবৃতি দিয়ে জানিয়েছেন, তাঁদের মধ্যে আর কোনও সম্পর্ক নেই । এই মুহূর্তে তাঁদের কাছে সন্তানরাই সবচেয়ে আগে । উল্লেখ্য, শাকিরা-পিকে দুই সন্তানের বাবা-মা ।
এদিন, বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা এখন আর একসঙ্গে নেই । এই মুহূর্তে সন্তানরাই আমাদের প্রাধান্য । তাঁদের অনুরোধ, তাঁদের ব্যক্তিগত সময়কে যেন সম্মান জানানো হয় । " আসলে, গোটা বিষয়টিতেই গোপনীয়তা রাখতে চান তাঁরা । কেন এই বিচ্ছেদ ? জানা গিয়েছে, তৃতীয় কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পিকে । সেটা জানতে পেরেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা ।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় থেকে আলাপ পিকে-শাকিরার । তারপর ধীরে ধীরে প্রেম । একসঙ্গেই থাকতেন তাঁরা । তবে কোনওদিন বিয়ে করেননি । একবার পিকেএক সাক্ষাৎকারে বলেছিলেন, শাকিরার সঙ্গে তাঁর সম্পর্ক দৃঢ় । তাই কোনওদিন বিয়ে করার প্রয়োজনই বোধ করেননি তিনি । তারকা জুটির সম্পর্ক ভাঙনে মন খারাপ কোটি কোটি অনুরাগীদেরও ।