জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে জাপানের নারা শহরে। জানা গিয়েছে, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ প্রচার কর্মসূচির সময় শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেই খবর।
রয়টার্স সূত্রে জানা গিয়েছে, ঘাড় থেকে অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর শিনজো হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- Boris Johnson resigned:বরিস জনসনের পদত্যাগ, আপাতত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালাবেন