আগামী ১০ দিনের মধ্যে শেষ হতে চলেছে রাশিয়ার (Russia) যাবতীয় সামর্থ্য। এমনই দাবি করলেন মার্কিন সেনার (US Army) প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস। তাঁর দাবি, রাশিয়ার সামর্থ্য ফুরিয়ে আসছে।
ইউক্রেনের রাষ্ট্রপতির এক পরামর্শদাতারও দাবি, মে মাসের শুরুতেই রাশিয়া ক্রমশ শক্তিহীন হয়ে পড়বে।
গত ২০ দিন ধরে একটানা রুশ আক্রমণ চলছে ইউক্রেনে। দেশটির বহু শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। তবে রাশিয়ারও যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ সেনা সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা এলাকায় হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করেছে ইউক্রেন।
আরও পড়ুন: Covid in China : চিনে বাড়ছে ডেল্টা ও ওমিক্রনের দাপট, নতুন করে ছড়াচ্ছে আতঙ্ক
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক আধিকারিক জানিয়েছেন, রাশিয়া অন্তত ৯০০টি মিসাইল বর্ষণ করেছে ইউক্রেনের উপর। ধীরে ধীরে তাদের ভাঁড়ারে টান পড়ছে।