সোমবার বিকেলে নতুন করে বৈঠকে বসেছিল ইউক্রেন ও রাশিয়া (Ukraine Russia Conflict)। কিন্তু রাত বাড়তেই ফের কিভ দখলের লক্ষ্যে আক্রমণ শুরু করে রাশিয়ান সেনাবাহিনী (Russian Army)। সেই ঘটনায় এবার মৃত্যু ফক্স নিউজের (Fox News) এক চিত্র সাংবাদিকের। মঙ্গলবার এমনটাই জানিয়েছে ইউক্রেন সরকার। গত ২ দিনে এই নিয়ে দ্বিতীয় সাংবাদিকের মৃত্যু হল ইউক্রেনে।
ফক্স নিউজের পক্ষ থেকে জানা গিয়েছে, মৃত চিত্র সাংবাদিকের নাম পিয়েরে জাক্রেনেস্কি। সাংবাদিক বেঞ্জামিন হলের সঙ্গে গাড়িতে কোথাও যাচ্ছিলেন। সেখানে রাশিয়ান সেনাবাহিনীর হামলায় মৃত্যু হয় তাঁর। যুদ্ধক্ষেত্রে চিত্র সাংবাদিক হিসেবে এর আগেও অনেক কাজ করেছেন তিনি। ইরাক, আফগানিস্তান, সিরিয়াতেও ফক্স চ্যানেলের হয়ে কাজ করেছেন জাক্রেনেস্কি।
আরও পড়ুন: ১০ দিনেই শেষ হবে রাশিয়া, দাবি প্রাক্তন মার্কিন সেনা আধিকারিকের
এর আগে ইউক্রেনে মৃত্যু হয় বর্ষীয়ান ডকুমেন্টরি ফিল্মমেকার ব্রেন্ট রেনাডের। রাশিয়ান সেনাবাহিনী তাঁর গাড়িতে সরাসরি গুলি চালায়।