এক অভাবনীয় মিছিলের সাক্ষী রইল ফ্রান্স। গত ১৯ জানুয়ারি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে কার্যত স্তব্ধ হয়ে গেল ফ্রান্স। দেশজুড়ে এই বনধে যোগ দিলেন ১০ লক্ষেরও বেশি ফরাসি নাগরিক। মিছিল ছড়িয়ে পড়ল প্যারিস, মার্সেই, নিসের মতো শহরের আনাচেকানাচে। অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ পেনশন সংস্কারের যে পরিকল্পনা করেছেন, তার প্রতিবাদেই ফ্রান্স জুড়ে পালিত হল এই ধর্মঘট।
উল্লেখ্য, ফ্রান্সে অবসরের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রতিবাদের তীব্রতা এত বেশি ছিল যে বাস্তিল স্কোয়ারের তলায় জড়ো হওয়া প্রতিবাদীদের জোটভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়তে হয় পুলিশকে। গ্রেফতার করা হয়েছে প্রায় ৫০ জনের কাছাকাছি মানুষকে।
শ্রমিক সংগঠনের নেতা লরেঁ এস্কুর বলেন, "আমরা সুন্দর ও পরিকল্পিত অবসরজীবন চাই। ক্লান্ত, ধ্বস্ত ও ভঙ্গ হয়ে পরিবারের সঙ্গে অবসর কাটানোর ইচ্ছে নেই আমাদের। তাই এই প্রতিবাদ আসলে একটি সামাজিক বার্তা। সরকার যদি বুঝতে না পারে, তাহলে এমন প্রতিবাদের ঢেউ আরও আসবে ভবিষ্যতে"।