প্রয়াত ফরাসি সাহিত্যিক ডমিনিক ল্যাপিয়ের (Dominique Lapierre)। প্রয়াত লেখকের একাধিক সাহিত্যকর্মের মধ্যে দিয়ে বিশ্বমঞ্চে পরিচিতি পেয়েছে, ভারত-কলকাতা। রবিবার ৯১ বছর বয়সে প্রয়াত হলেন 'সিটি অফ জয়' (City Of Joy)-এর স্রষ্টা।
১৯৩১-এর ৩০ জুলাই ডমিনিকের জন্ম। ডমিনিকের প্রতিটি উপন্যাসের সহ ঔপন্যাসিক ছিলেন ল্যারি কলিন্স (Larry Collins)।
Gujarat Election: গুজরাটে দ্বিতীয় দফায় ৯৩ টি আসনে নির্বাচন, ভোট দিলেন মোদী
'ফ্রিডম অ্যাট মিডনাইট', সিটি অফ জয়, ও জেরুজালেম, দ্য ফিফথ হর্সমেন, ইস নিউইয়র্ক বার্নিং, প্রভৃতি তাঁর কালজয়ী কিছু সৃষ্টি। কলকাতাকে নিয়ে লেখা ডমিনিকের ১৯৮৫ সালের উপন্যাস 'সিটি অফ জয় নিয়ে' চলচ্চিত্রও হয়। উপন্যাস থেকে পাওয়া রয়্যালটির পুরোটাই লেখক কলকাতার প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য দান করেছিলেন।