বিশ্বকাপ ফাইনালে (Qatar World Cup Final) আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে হারের পর রাস্তায় রাস্তায় বিক্ষোভে ফেটে পড়লেন ফ্রান্সের (France) সমর্থকরা। তাঁদের সামলাতে লাঠি চালাল পুলিশ। অভিযোগ উঠেছে কাঁদানে গ্যাস ছোড়ারও। ইতিমধ্যেই ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিশ্বকাপ ফাইনালে কাপের দখল নিতে আর্জেন্টিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলে ফ্রান্সের। ম্যাচ টাইব্রেকার পর্যন্ত গেলেও শেষ পর্যন্ত নীল-সাদা জার্সিধারীদের কাছে পরাজিত হতে হয় ফরাসিদের। কিন্তু এই হার যেন কিছুতেই মানতে পারছেন না সমর্থকরা।
রবিবার রাত থেকে প্যারিস-সহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ শুরু হয়ে যায়। উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। পরিস্থিতি সামাল দিতে ধরপাকড় চালাতে হয়। বেশ কয়েকজন ফুটবলপ্রেমীকে গ্রেফতারও করেছে পুলিশ।
আরও পড়ুন- পালং শাক খেয়ে হাসপাতালে ৯, দেশ জুড়ে জারি স্বাস্থ্য সতর্কতা
ফ্রান্স সরকার ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিস বা অন্য কোনও বড় শহরে জায়েন্ট স্ক্রিন বসানোর অনুমতি দেয়নি। ফলে সকলে এক জায়গায় জড়ো হয়ে বড় পর্দায় খেলাও দেখতে পারেননি। কিন্তু রবিবার ফাইনাল ম্যাচ ছিল। যা দেখার জন্য শহরের একাধিক রেস্তোরাঁ, বারগুলিতে ভিড় করেছিলেন ফরাসিরা। কিন্তু কেউই স্বপ্নভঙ্গের হতাশা মেনে নিতে পারছেন না।