২০২২ সালের সাহিত্যে নোবেলে জয় হল সহজতার! নোবেল পেলেন ফরাসি লেখিকা অ্যানি আর্নৌ। ৮২ বছর বয়সী লেখিকা অ্যানি আর্নৌ সাহিত্যে নোবেল পেলেন তাঁর শিকড়ের সন্ধান, ব্যক্তিগত স্মৃতির সঙ্গে তাঁর মিলন-বিরহের সম্পর্ককে লিখনে তুলে আনার জন্য। সুইডিশ অ্যাকাডেমির তরফে এই কথা জানানো হয়।
কুড়িটির বেশি বইয়ের লেখিকা অ্যানি আর্নৌ। আধুনিক ফরাসি সমাজের চিত্র সুচারুভাবে তুলে ধরার জন্য ফ্রান্সে অত্যন্ত জনপ্রিয় তিনি। তাঁর একাধিক বই দশকের পর দশক ধরে ওই দেশের সিলেবাসের পাঠ্যও বটে।
তিনি লেখেন আসলে নিজের কথাই। নিজের দেখা, শোনা ও বোঝার অভিজ্ঞতার কথাই। এই আত্মজৈবনিক কথনের দৃপ্ত ও গভীর ভঙ্গিই এনে দিল নোবেল পুরস্কার। তাঁর লেখায় উঠে আসে তাঁর নিজের গর্ভপাতের প্রসঙ্গ, মাতৃবিয়োগ, অ্যালঝাইমার্স কিংবা ক্যানসারের কথাও।
তাঁর লিখিত 'আই রিমেন ইন ডার্কনেস' বা 'দ্য পজেসন'-এর মতো বই খ্যাতি লাভ করেছে পাঠক ও সমালোচকদের কাছে। জায়গা পেয়েছে 'দ্য নিউইয়র্ক টাইমস'-এর 'বিশিষ্ট পুস্তক'-এর তালিকায়ও।
সুইডিশ অ্যাকাডেমি তাঁর হাতে যে পুরস্কারটি তুলে দিল, তার অর্থমূল্য প্রায় ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা।