ইজরায়েল বনাম হামাসের যুদ্ধে গাজায় মৃত্যুমিছিল অব্যাহত। মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রক।
শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখনও পর্যন্ত গাজায় ১১,০৭৮ জন মানুষ মারা গিয়েছেন৷ নিজেদের ভূখণ্ডে হামাসের হামলার জবাবে গাজায় একটানা বোমাবর্ষণ করে চলেছে ইজরায়েল। তাতে প্রাণ হারিয়েছে হাজার হাজার শিশু।
হামাসের হামলায় ইজরায়েলে ১৪০০-র কিছু বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইজরায়েল গাজায় স্থল অভিযান শুরু করার পর প্রাণ হারিয়েছেন ৪১ জন ইজরায়েলি সেনা।