লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা হতে আর কতদিন? সমাজ ক্রমশ পেছন দিকে হাঁটছে, এভাবে চললে ৩০০ বছর লেগে যেতে পারে বৈষম্য দূর করতে। নারীদিবসের প্রাক্কালে এমনই ভয়াবহ তথ্য দিল রাষ্ট্রপুঞ্জ।
অ্যান্টোনিও গুতেরেস ইউএন জেনারেল অ্যাসেম্বলির একটি ভাষণে জানিয়েছেন, "লিঙ্গসাম্য ক্রমশ দূরে সরছে। বর্তমানের ছবিটা না বদলালে ৩০০ বছরের আগে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা হবে না"। তিনি সতর্ক করেছেন, লি সাম্যের পথে সবচেয়ে বড় বাধা গুলো হল নারীর বিরুদ্ধে হিংসা, মৃত্যুহার, নাবালিকার প্রসবহার, কর্মক্ষেত্রে বৈষম্যের মতো বিষয়গুলি।
বিজ্ঞান-প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং-ক্ষেত্রে মহিলাদের যোগদানের উৎসাহ প্রদানের কথাও শোনা গিয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্পাদকের মুখে।