নির্বাচনের ২৪ ঘণ্টা আগেও হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ। বিরোধীদের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর পাওয়া গিয়েছে। বিশেষ করে আক্রান্ত হয়েছে গণপরিবহণ এবং স্কুল। বাংলাদেশে প্রশাসনের দাবি, বিরোধীদের তাণ্ডবে গত কয়েকঘণ্টায় পুড়ে ছাই হয়েছে আটটি শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে রবিবার ভোট হতে চলেছে দেশের ২৯৯টি আসনে। নজরে গোপালগঞ্জ-তিন কেন্দ্র। যেখানে প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কূটনৈতিক মহলের মতে, পড়শি দেশের এই নির্বাচনের দিকে এবার তাকিয়ে রয়েছে দিল্লি। দিল্লি চাইছে যে করেই হোক এই নির্বাচন জিতে যেন ঢাকার মসনদে ফেরেন শেখ হাসিনা। বাংলাদেশের সরকার বদল হলে উপমহাদেশীয় রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে বলেও অনেক ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন।
তবে বাংলাদেশের নির্বাচন কমিশন দাবি করেছে, রবিবার তারা হিংসামুক্ত নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই প্রতিটি সংবেদনশীল জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে। এবারের নির্বাচনে ময়দানে রয়েছেন একাধিক তারকা প্রার্থী। যার মধ্যে রয়েছেন শাকিব-আল-হাসান, অভিনেতা ফিরদৌস মতো হেভিওয়েটরা।