চিন দেশের এক গবেষণায় এবার উঠে এল এক বৈজ্ঞানিক সত্য। মায়ের রক্তচাপ বেশি হলে, তাঁর সন্তানের ওজন হয় হালকা। সন্তানের দেহের উচ্চতাও খুব বেশি হয় না।
মানুষের রোগা, মোটা, বেঁটে লম্বা হওয়ার পেছনে জিনের হাত রয়েছে, এমনটাই মনে করতেন বিজ্ঞানীরা, কিন্তু সেক্ষেত্রেও কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছিল। এবার সেই অসম্পূর্ণ তথ্যটুকু পেলেন গবেষকরা। চিন দেশে এই গবেষণা করা হয়েছিল।
Dental Student Arrested: তরুণীর ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে গোপন মুহূর্ত রেকর্ড! গ্রেফতার ডেন্টাল ছাত্র
মূলত চিনের গুয়ানঝাউ প্রদেশে ২০১২ সাল থেকে জন্মানো প্রায় ৫৮,০০০ শিশু এবং তাদের মা-বাবাদের নিয়ে গবেষণা চালানো হয়েছে। সেই গবেষণাই বলছে যে সব মায়ের দেহের রক্তচাপ বেশি, তাঁদের সন্তান ওজনে হালকা হয়, দেহের উচ্চতাও কম হয়।