রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia-Ukraine war) নতুন মোড়। ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা করল জার্মানি। শনিবার জার্মান চ্যান্সেলর (German Chancellor) ওলাফ শলৎস টুইটারে ঘোষণা করলেন, ১ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ স্টিনজার ক্ষেপণাস্ত্র 'বন্ধু ইউক্রেন'কে সরবরাহ করব।
এর আগে বরাবর জার্মানি বলে আসছিল, সংঘাত কবলিত কোনও দেশে তারা অস্ত্র সরবরাহ করবে না। সে কারণে যথেষ্ট সমালোচিত হতে হয়েছিল ইয়োরোপীয় ইউনিয়নের সবচেয়ে ধনী এই দেশ।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশের পর থেকেই কিয়েভ জার্মানির কাছে অস্ত্র সাহায্য চেয়ে আসছিল। জোট সরকারের সমঝোতা অনুসারে সংঘাত কবলিত অঞ্চলে অস্ত্র সরবরাহ করতে সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছিল জার্মান সরকার।
বেসমেন্টে আটকে ৩০০ ছাত্র, ভিডিও বার্তায় সরকারকে আবেদন বাংলার ছেলে আবুল কালামের
এর আগে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য পাঁচ হাজার হেলমেট পাঠিয়েছিল জার্মানি। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা এবং ট্রোল হয়।
রাশিয়ার আক্রমণ জারি রয়েছে। সময়ের সঙ্গেই লড়াই তুঙ্গে উঠেছে ইউক্রেনে। এই হামলায় এখনও পর্যন্ত ১৯৮ জন নিহত হয়েছেন। জখম হাজারের বেশি।