শব্দের প্রাবাল্য অনেকের কাছেই পীড়াদায়ক। তার স্বতন্ত্র কারণও আছে। গাড়ির হর্ন, তারস্বরে মাইক, বাজির আওয়াজ- শব্দদৈত্যের দাদাগিরিতে তিতিবিরক্ত হয়ে থাকেন অধিকাংশ সাধারণ মানুষ। কিন্তু, হাসপাতালের ভেন্টিলেটরের শব্দে বিরক্ত হয়ে তা বন্ধ করে দিয়ে এক রোগীকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া? এমন নজির বোধহয় কোথাও নেই। আর ঠিক এমনটাই ঘটেছে জার্মানির ম্যানহেইম সিটির একটি হাসপাতালে। ইন্টেনসিভ কেয়ার ইউনিটের এক রোগীর দেহে চলা জীবনদায়ী ভেন্টিলেটরের শব্দে বিরক্ত হয়ে সেটি বন্ধ করে দিলেন ৭২ বছর বয়সী এক মহিলা! পুলিশ তাঁকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট রোগীর অবস্থা একেবারেই ভালো নয়। তিনি যেন খুব সতর্কভাবে ওই রোগীর পাশে যান- এই কথা হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীরা বারবার বুঝিয়ে বলা সত্ত্বেও ওই কাজ করেন মহিলা। একবার নয়। গার্ডিয়ান সূত্রের খবর, পরপর দু'বার ভেন্টিলেশনের শব্দে বিরক্তবোধ করায় তা বন্ধ করে দিয়েছিলেন তিনি!
খুব বড় অঘটন থেকে রক্ষা পাওয়া গিয়েছে হাসপাতাল কর্মীদের তৎপরতায়। ওই রোগী এখনও ইন্টেনসিভ কেয়ারেই চিকিৎসাধীন। তিনি আপাতত সুস্থ হয়ে উঠছেন বলেই খবর।