১২ দিনের যুদ্ধ শেষ। প্রয়াত ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান আস্তু। তুরস্কের ভূমিকম্পে বাড়ি ধসে মাটির নিচে আটকে পড়েছিলেন চেলসির প্রাক্তন এই ফুটবলার। গত ১২ দিন ভর্তি ছিলেন স্থানীয় একটি হাসপাতালে। শনিবার হাসপাতালেই মৃত্যু হয়েছে ৩১ বছরের এই ফুটবলারের।
গত ৬ ফেব্রুয়ারি একযোগে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া। সেই ভূমিকম্পে দুই দেশ এখনও বিপর্যস্ত। উদ্ধারের সময় ঘানার এই ফুটবলারকে উদ্ধার করা হয়েছিল। পায়ে ক্ষত নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল স্থানীয় হাসপাতালে।
গত মরশুমেই তুরস্কের এক ক্লাবে খেলতে এসেছিলেন চেলসি ও নিউক্যাসেলের প্রাক্তন এই ফুটবলার।