ফের গুলির আওয়াজে কাঁপল আমেরিকা। এবার চিনা নববর্ষে গুলি চলল ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে। এই ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। তিন জন বন্দুকবাজ হামলা চালায় বলে প্রাথমিক ভাবে খবর। স্থানীয় এক দোকান মালিকের দাবি, মেশিনগান থেকে এই গুলি চলেছে। চিনা নববর্ষের জন্য সেজে উঠেছিল মন্টেরে পার্ক। তখনই এই হামলা হয়েছে।
স্থানীয় সময় রাত ১০টার সময় এই হামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে কতজন মিলে এই হামলা করেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান একের বেশি বন্দুকবাজ এই হামলা চালিয়েছে। স্থানীয় এক ব্যক্তি টুইটারে এই ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, এই ঘটনায় আট থেকে ১০ জন জখম হয়েছে। এরমধ্যে তিন জনের অবস্থা আশঙ্কা জনক।
মার্কিন প্রশাসনের তরফে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এমনিতে ওই এলাকা বেশ জমজমাট বলেই পরিচিত। সেই এলাকার মধ্যে ঢুকে এভাবে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় হতবাক অনেকেই। সংবাদসংস্থার খবর ঘটনায় জখমদের বেশ কয়েকজন শিশুও রয়েছে।