এতদিন দেশের ইতি-উতি বন্দুকবাজের হামলায় মার্কিন প্রশাসনকে (America) ল্যাজেগোবরে হতে হচ্ছিল। কিন্তু শুক্রবার খোদ রাজধানী (Capital) ওয়াশিংটনের (Washinton DC) উপর গুলি চালিয়ে চার জনকে ঘায়েল করল এক বন্দুকবাজ (Gunman)। পুলিশের দাবি, ওই বন্দুকবাজকে খতম করা হয়েছে। ঘটনায় আহতদের মধ্যে একজন নাবালিকা রয়েছে। তার শরীর ছুঁয়ে চলে গিয়েছে বুলেট।
ঠিক কী ভাবে হল এই ঘটনা...
মার্কিন পুলিশ জানিয়েছে, কানেকটিকাট এভিনিউ-ভ্যান নেস এলাকায় এই ঘটনাটি ঘটে। ওয়াশিংটনের এই এলাকায় মূলত অভিজাত এবং উচ্চবিত্ত পরিবারগুলির বসবাস। ঘটনাস্থলের কাছে একটি স্কুল এবং বিশ্ববিদ্যালয় থাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। প্রথম গোটা এলাকা লকডাউন করে চিরুণীতল্লাশি চালায় পুলিশ।
পরে রাতের দিকে মার্কিন পুলিশ জানায়, ওই বন্দুকবাজকে খতম করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি বহুতলের ছাদ থেকে গুলি চালায় ওই বন্দুকবাজ। এই ঘটনায় আহত হয়েছেন প্রাক্তন এক পুলিশকর্মী-সহ দুই মহিলা। এছাড়াও ১২ বছরের এক নাবালিকার গুলি লাগে। সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন পুলিশ।