নাইজেরিয়ায় একটি গির্জায় বন্দুকবাজদের হামলায়(Gunmen attack in Nigeria) অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। স্থানীয় এক প্রশাসনিক কর্তা জানান, ওন্ডো প্রদেশের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে প্রার্থনার জন্য অনেকে জড়ো হয়েছিলেন। সেই সময় একাধিক বন্দুকবাজ গির্জায় এলোপাথাড়ি গুলি(Gunmen attack in Church) চালাতে থাকে। এই হামলায় বেশ কয়েক জন শিশু মারা গিয়েছে।
যদিও গুলিতে ঠিক কত জন মারা গিয়েছেন সরকারিভাবে তা এখনও জানানো হয়নি। তবে আশঙ্কা করা হচ্ছে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। ঘটনার সময়কার একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে গির্জা(Nigeria attack)। সেই রক্তের উপর পড়ে রয়েছেন চার্চে প্রার্থনা করতে আসা মানুষরা।
আরও পড়ুন- Prince Charles at the Big Lunch : রাজ সিংহাসনে রানির ৭০ বছর, ওভাল সাক্ষী রাজকীয় লাঞ্চের
এই ঘটনায় শোক প্রকাশ করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট(Nigerian President) মুহাম্মদু বুহারি। তবে গির্জায় এই হামলার পিছনে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এমনিতে ওন্ডো নাইজেরিয়ার(Gunmen attack in Nigeria) শান্তিপূর্ণ রাজ্যগুলির মধ্যে অন্যতম। তবে সেখানে কিছু দিন ধরে পশুপালক এবং কৃষকদের মধ্যে অশান্তি চলছে। সেই অশান্তির জেরেই এই হামলা কি না তা স্পষ্ট নয়।