শুক্রবার সলমন রুশদির উপর হামলা চালানো অপরাধীর নাম জানালো নিউ ইয়র্ক পুলিশ। আক্রমণের নেপথ্যে সলমনের সেই বিতর্কিত বই 'দ্য স্যাটানিক ভার্সেস’। আর সেই 'অপরাধ'-এই আক্রান্ত হতে হল ভারতীয় বংশোদ্ভূত এই লেখককে।
নিউ ইয়র্ক পুলিশ জানতে পেরেছে , ইসলাম ধর্মাবলম্বী হাদি মাতার শিয়া সম্প্রদায়ের। জন্ম ক্যালিফোর্নিয়ায় হলেও হাদি আদতে ইরানি বংশোদ্ভূত। শিয়া কট্টরপন্থায় বিশ্বাসী হাদির আনুগত্য রয়েছে ইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’-এর প্রতি। তবে তিনি সরাসরি কোনও কট্টরপন্থী সংগঠনের সদস্য কি না, তা এখনও জানা যায়নি।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা হাদি এক্ষেত্রে একাই রুশদিকে খুনের পরিকল্পনা করেছিলেন। তা কার্যকর করার দায়িত্বও একাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। রুশদির অনুষ্ঠানের প্রবেশপত্র তিনি কীভাবে জোগাড় করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া প্রবেশপত্রটি ছিল ফেয়ারভিউর একটি ঠিকানার। ম্যানহাটন থেকে হাডসন নদী পেরিয়ে ওই ছোট শহরই হাদির সর্বশেষ ঠিকানা ছিল বলে পুলিশের দাবি।