হাসপাতালের পর এবার গির্জা। গাজায় ইজরায়েলের বিরুদ্ধে বোমা ফেলার অভিযোগ প্যালেস্তাইনের। এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলেই দাবি প্যালেস্তাইন প্রশাসনের।
যদিও এই খবর অস্বীকার করেছে তেল আভিভ। প্যালেস্তাইনের হামাস নিয়ন্ত্রিত মন্ত্রক থেকে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার রাতে গাজার একটি গির্জার উপর বোমা ফেলা হয়েছে। যেখানে আশ্রয় নিয়েছিলেন যুদ্ধপীড়িত মানুষ।
সংবাদসংস্থা এএফপির খবর, গির্জার পাশেই হামলা চালায় ইজরায়েলি ফৌজ। তবে ক্ষেপণাস্ত্র এসে পড়ে গির্জার উপরেই। সংবাদসংস্থার এই খবরকেও কার্যত উড়িয়ে দিয়েছে ইজারেয়েল। তাদের সেনার তরফে জানানো হয়েছে, বিষয়টি খোঁজ নিয়ে জানানো হবে।
আরও পড়ুন : গাজা থেকে ভারতীয়দের উদ্ধার করা কঠিন, জানাল বিদেশমন্ত্রক
গত সাতই অক্টোবর থেকে নতুন করে যুদ্ধ চলছে ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে। প্যালেস্তাইনের হামলার জবাব দিচ্ছে ইজরায়েল সেনা। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে দু দেশকেই যুদ্ধ বন্ধের ব্যাপারে বোঝানোর চেষ্টা চলছে। এরমধ্যেই ভারতীয় বিদেশমন্ত্রকের দাবি, পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে ওই ভূখণ্ডে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার ক্রমশ কঠিন হচ্ছে।