ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ঙ্কর হচ্ছে । হামাসের হামলার জবাব দিতে শুরু করেছে ইজরায়েলও । গাজা পুরো অবরুদ্ধে করা হয়েছে । বিদ্যুৎ ও জ্বালানি বন্ধ করে দেওয়া হয়েছে । ওদিকে, ইজরায়েলি যুদ্ধবিমানগুলি নির্বিচারে বোমা ফেলেছে গাজায় । ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে । এই পরিস্থিতি ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হামাস । পাল্টা ইজরায়েলও তার কড়া জবাব দিয়েছে ।
হামাস ইজরায়েলকে হুমকি দিয়ে জানিয়েছে, গাজায় প্রতিটি নতুন বোমা হামলার জন্য একজন ইজরায়েলীয় বন্দী নাগরিককে হত্যা করবে তারা । এখনও পর্যন্ত ইজরায়েলের বন্দীদের তাঁরা সুরক্ষিত রেখেছেন । তবে, এবার আর চুপ থাকবেন না তাঁরা । হামাসের তরফে আরও জানানো হয়েছে, শত্রুরা মানবিকতা এবং নৈতিকতার ভাষা বোঝে না, তাই তাঁরা তাঁদের সেই ভাষায় সম্বোধন করবেন যা তাঁরা বোঝেন ।
চুপ থাকেনি ইজরায়েলও । কড়া বার্তা দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । তিনি বলেন, "ইজরায়েলে যুদ্ধ চলছে। আমরা এই যুদ্ধ চাইনি। তবে ইজরায়েল এই যুদ্ধ না চাইলেও ইজরায়েলই শেষ করবে।" হামাসকে যে বড় মূল্য চোকাতে হবে, সেই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ।