পদ্মার সেতু দেখার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়ার অন্যতম দীর্ঘ এই সেতু দেখার জন্য বাংলাদেশ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মঙ্গলবার মমতাকে পাঠানো আমন্ত্রণপত্রে হাসিনা লিখেছেন, ''সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রইল। আগামী সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরে আশা করছি, আপনার সঙ্গে দেখা হবে।''
নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর নয়াদিল্লি সফরের কোনও কর্মসূচি চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আন্তরিক সম্পর্ক এতটাই নিবিড় যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন নাকি ওপার বাংলার প্রধানমন্ত্রী কলকাতা ছুঁয়ে ঢাকা ফিরবেন তা এখনও স্পষ্ট নয়। স্বভাবতই, একুশে জুলাই সমাবেশের আগে মুখ্যমন্ত্রীর কাছে শেখ হাসিনার আমন্ত্রণ আসায় বাড়তি উজ্জীবিত পশ্চিমবঙ্গের শাসক শিবির।
পদ্মার উপর এই নয়া সেতু আত্মনির্ভর সোনার বাংলা নির্মাণ এবং বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে, বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনার নতুন দরজা উন্মোচন করবে বলেও মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেন শেখ হাসিনা।