প্রবল শক্তিশালী হয়েও বিনয়ী। পশুদের রাজ্যে হাতির পরিচয় অনেকটা এমনটাই। যদিও, সেই বিনয় ভেঙে গেলে তা কী ভয়ঙ্কর পরিণতি ঘটাতে পারে, তা নিয়েও সম্যক ধারণা আছে সকলের। তবে, এ কথাও ঠিক যে, বিনয় যে আসলে শক্তিরই পরিচয়, তা হাতিকে দেখলে অনেকসময়ই বোঝা যায়। একটি ভিডিয়ো সম্প্রতি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই কথা ফের যেন প্রমাণ করল ভিডিয়োটি।
ঘটনাটি চিনের একটি চিড়িয়াখানার। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ শেয়ার করেছেন ভারতীয় বন মন্ত্রকের অফিসার সুশান্ত নন্দা। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, হাতির এনক্লোজারে একটি শিশুর জুতো পড়ে গিয়েছিল। যা অত্যন্ত যত্ন সহকারে শুঁড়ে করে তুলে শিশুটিকে ফিরিয়ে দিচ্ছে ওই হাতিটি।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আসার পর রীতিমতো ধন্য ধন্য শুরু করেছেন নেটিজেনরা।