ইজরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধ কি এবার থামতে চলেছে? বিভিন্ন সূত্র মারফত এমনই খবর। জানা গিয়েছে, আমেরিকা ও আরবের দেশগুলি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করেছে। যদিও ওই আলোচনায় ইজরায়েল সরাসরি যোগ দেয়নি বলেই জানা গিয়েছে। তবে ওই আলোচনা কতটা ফলপ্রসূ হবে সেনিয়ে একাধিক মহলে উঠছে প্রশ্ন।
এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদপত্রে। সেখানে ইজরায়েলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তারা আমেরিকার কোনও সিদ্ধান্ত জানে না। এবং যুদ্ধবিরতি নিয়ে তাদের মধ্যে কোনও আলোচনা হয়নি। এর সঙ্গে আরও একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এই মুহূর্তে তারা সামরিক দিকে যথেষ্ট শক্তিশালী। ফলে তাদের দেওয়া শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির আলোচনা চালাতে হবে।
কী রয়েছে ইজরায়েলের দেওয়া শর্তে?
ইজরায়েল জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় হেজবুল্লার সব সামরিক ঘাঁটি ধ্বংস করতে হবে। যদিও এই শর্ত মেনে নেওয়া হবে কিনা সেবিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
হেজবুল্লার উপর লাগাতার হামলা চালিয়েছে ইজরায়েল। আগেই উদ্ধার হয় হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার দেহ। লেবাননের রাজধানীর বেইরুটের দক্ষিণ দিকের একটি শহর থেকে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। সংবাদসংস্থা রয়টার্সের তরফে এই খবর জানানো হয়েছিল। যদিও হিজবুল্লার তরফে এবিষয়ে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য নাসরাল্লার দেহ উদ্ধারের পর পরবর্তী প্রধান হিসেবে হাশেমকে বেছে নেওয়া হয়। এই পরিস্থিতি ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিল খামেনেই। ইজরায়েলকে ধ্বংস করে দেওয়ার বার্তা দেওয়া হয়েছিল।