এই প্রথম মানব দেহে পাওয়া গেল H3N8 ভাইরাস। চিনের সেন্ট্রাল হেনানে আক্রান্ত হল ৪ বছরের এক শিশু। চলতি মাসেই জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ওই শিশু, জানিয়েছে চিনের ন্যাশনাল হেলথ কমিশন।
সরকারের তরফে জানানো হয়েছে ,আক্রান্তের পরিবার বাড়িতে মুরগি প্রতিপালন করে। তাছাড়া তার বাড়ির একালায় প্রচুর জঙ্গলি হাঁস রয়েছে। তবে আক্রান্ত শিশুর থেকে এই ভাইরাসের অন্য মানব দেহে সংক্রমণের সম্ভাবনা খুব কম বলেই চিকিতসকদের প্রাথমিক অনুমান। গত কয়েকদিন, যারা ওই আক্রান্ত শিশুর সংস্পর্শে এসেছে, তাঁদের শরীরে কোনও অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যায়নি এখনও পর্যন্ত। তবু সমস্ত সতর্কতা অবলম্বন করতে মৃত হাঁস মুরগি বা অন্যান্য পাখির থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়েছেন চিনা প্রসাশনের তরফে।
২০০২ সালে প্রথম এই ভাইরাস ধরা পড়ে আমেরিকার ওয়াটার ফাউলের শরীরে। এর আগে ঘোড়া, কুকুরের শরীরে সংক্রমণ হলেও মানব দেহে এই বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ এই প্রথম।