'ইতিহাসে প্রথমবার', মানবদেহে সফল ভাবে প্রতিস্থাপন করা হল শুয়োরের হৃদপিণ্ড।
সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল স্কুলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গত শুক্রবার ৫৭ বছরের এক ব্যক্তির দেহে শুয়োরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। আপাতত ওই রোগী সুস্থ হয়ে উঠছেন।
চিকিৎসকদের দাবি, প্রাণীদের থেকে মানবদেহে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এই ঘটনা নিঃসন্দেহে একটি মাইলফলক। ডেভিড বেনেট নামের ওই রোগী গত কয়েক মাস ধরে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। একটি যন্ত্রের মাধ্যমে চলছিল তাঁর হৃদপিণ্ড। তাঁর শরীরিক অবস্থার জন্যই মানবদেহের হৃদপিণ্ডে প্রতিস্থাপন সম্ভব ছিল না।