একটা পাঁউরুটি কিনতে খরচ প্রায় সাড়ে ৯ ডলার! একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টের ভাড়া (World's expensive cities) ২০০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় দেড় লক্ষ টাকারও বেশি! অবাক লাগছে শুনে? যদি পকেটে রেস্ত থাকে, তবে আপনিও পারবেন এমনটা খরচ করতে। যদিও, তার জন্য থাকতে হবে এই দুনিয়ার বিশেষ কয়েকটি শহরে গিয়ে। যেখানে থাকার খরচ আকাশছোঁয়া। আকাশচুম্বী বহুতলের জন্য বিখ্যাত হংকং (Hongkong) ফের বিশ্বের সবথেকে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ স্থান পেল।
আরও পড়ুন: চলতি বছরে ভারতীয় স্টার্ট-আপে ১২ হাজার কর্মী ছাঁটাই, জানাচ্ছে ক্রাঞ্চবেসের রিপোর্ট
যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে জুরিখ (Zurich), জেনেভা, বাসেল ও বার্ন। ঘটনাচক্রে, প্রত্যেকটিই সুইজারল্যান্ডের শহর। এক দেশ থেকে অন্য দেশে পাঠানো কর্মীদের জীবনযাত্রার খরচের (Cost of living) নিরিখে বিভিন্ন শহর নিয়ে একটি সমীক্ষা করেছিল বেসরকার সংস্থা মার্সার। সেই সমীক্ষাতেই উঠে এসেছে এই তথ্য।
এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ইজরায়েলের তেল আভিভ। সপ্তম স্থানের রয়েছে নিউ ইয়র্ক। ভারতের সবথেকে ব্যয়বহুল শহর মুম্বই (Mumbai) রয়েছে তালিকায় ১২৭ নম্বরে। মুম্বইয়ের পরেই স্থান দিল্লির (Delhi)। যদিও, বিশ্বের শহরগুলির তালিকায় দিল্লি রয়েছে ১৫৫ নম্বরে।
প্রথম দশটি স্থানের মধ্যে রয়েছে এশিয়ার তিনটি শহর। সিঙ্গাপুর, বেজিং এবং টোকিয়ো।
সবথেকে সস্তা শহরগুলির মধ্যে রয়েছে তুরস্কের আঙ্কারা, কিরঘিজস্তানের বিশকেক এবং তাজিকিস্তানের দুশানবে।