গ্লোবাল ওয়ার্মিং-এর বিষদাঁত টের পাওয়া যাচ্ছে সর্বত্র। তাপপ্রবাহের জের ছড়িয়ে পড়েছে বড়িশা থেকে বার্মিংহ্যাম পর্যন্ত। চলতি সপ্তাহে এই পৃথিবী সর্বকালের উষ্ণতম দিনের সাক্ষী রয়ে গেল বলে জানিয়ে দিল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টারস ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন বা জাতীয় পরিবেশ পূর্বাভাস কেন্দ্রের পক্ষ থেকে তাপমাত্রার এই পরিমাপ নেওয়া হয়েছিল। ওই দফতর সূত্রে খবর, ৪ জুলাই বিশ্বে উষ্ণতম দিন হিসেবে নতুন রেকর্ড গড়ল। ওই দিন ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা ছিল ১৭.০১ ডিগ্রি সেলসিয়াস। যা ২০১৬ সালের অগস্ট মাসে ১৬.৯২ ডিগ্রি সেলসিয়াসের পূর্ব রেকর্ডও এদিন ছাপিয়ে গিয়েছে। ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন ছিল গত মঙ্গলবার।
চলতি বছরে এল নিনোর প্রভাবেই আবহাওয়ার ক্ষেত্রে এই পরিবর্তন বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।