প্রায় তিরিশ ঘন্টা কেটে গিয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অক্সিজেন মজুত রয়েছে টাইটান নামক ডুবোজাহাজটিতে। ক্রমশই ফুরিয়ে আসছে খাদ্য এবং পানীয়। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া ডুবোজাহাজের অবস্থা ক্রমেই আরও আশঙ্কাজনক হয়ে যাচ্ছে বলেই মনে করছেন উদ্ধাকারীরা।
ইতিমধ্যেই ওই ডুবোজাহাজ উদ্ধার করতে নৌসেনা, যুদ্ধজাহাজের পাশাপাশি রোবট নামানো হয়েছে বলেও জানা গিয়েছে। তবে, গত তিনদিন ধরে উত্তর আটলান্টিক তোলপাড় করলেও এখনও কোনও খবর পাওয়া যায়নি ওই ডুবোজাহাজের।
আরও পড়ুন - জিলের জন্য সবুজ হিরে, বন্ধু বাইডেনের জন্য কলকাতার গণেশ উপহার মোদীর
উদ্ধারকারীরা অনুমান করছেন খোঁজ না মিললেও উত্তর আটলান্টিক মহাসাগরে গায়েব হয়ে যাওয়া ২১ ফুটের মিনি সাবমেরিন টাইটানে এখনও প্রাণের স্পন্দন রয়েছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ।