ব্রাজিলের (Brazil) পেট্রোপলিস (Petropolis) শহরে ভয়াবহ দুর্যোগে মৃত্যু হল শতাধিক মানুষের। প্রবল বৃষ্টির ফলে কাদার স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হল অন্তত ১০৪ জনের। কাদার স্রোতে ঢেকেছে বহু ঘরবাড়ি।
মঙ্গলবার দিনভর প্রবল বৃষ্টি হয়েছে শহরে। কার্যত বিধ্বস্ত গোটা পেট্রোপলিস। আবহাওয়া দফতর জানাচ্ছে, পেট্রোপলিসে গোটা ফেব্রুয়ারির গড় বৃষ্টিপাতের যে পরিমাণ, শুধু মঙ্গলবারের বৃষ্টিই তাকে ছাপিয়ে গিয়েছে।
আরও পড়ুন: 4-day work: সপ্তাহে কাজের দিনের সংখ্যা কমাল বেলজিয়াম, ছুটির পর অগ্রাহ্য করা যাবে বসকেও
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রায় ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী রিয়ো ডে জেনিরো-র প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পেট্রোপলিসে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে দমকল ও সেনা। এখনও বহু জায়গায় কাদার স্তর জমে আছে।