রাশিয়া (Russia) এবং ইউক্রেনের (Ukraine) সীমান্তে উত্তেজনা চরমে উঠল। বিপুল সংখ্যক রাশিয়ান সেনা চলে এসেছে ইউক্রেন সীমান্তে। রুশ সেনার প্রায় ৫০ শতাংশই সেখানে মোতায়েন। অন্যদিকে রাষ্ট্রসংঘের (United Nations) নিরাপত্তা পরিষদে শান্তির পক্ষে সওয়াল করেছে ভারত (India)।
গত দু’দিন ধরে রাশিয়া দাবি করছিল, ইউক্রেন সীমান্ত থেকে তাদের বাহিনী কিছুটা সরিয়ে নিচ্ছে তারা। কিন্তু উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, ইউক্রেন সীমান্তে এখনও ক্রমাগত সেনা পাঠিয়ে যাচ্ছে মস্কো। রুশ সেনা ইউক্রেন সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। অন্তত ১৪টি বাহিনী সীমান্তের কাছে ঘাঁটি গেড়ে রয়েছে।
আরও পড়ুন :4-day work: সপ্তাহে কাজের দিনের সংখ্যা কমাল বেলজিয়াম, ছুটির পর অগ্রাহ্য করা যাবে বসকেও
আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ৭২ ঘণ্টায় সেখানে রাতারাতি তৈরি করে ফেলা হয়েছে একটি অস্থায়ী সেতু। তা ছাড়া, রুশ সীমান্ত-শহর ভালিউকিতে বেশ কিছু সাঁজোয়া গাড়ি ও সেনা কপ্টার মজুত রাখা হয়েছে। দক্ষিণ-পশ্চিম রাশিয়ার এই শহরটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে।
এর পাশাপাশিই আবার ক্রাইমিয়ার বন্দরে পৌঁছেছে তিনটি রুশ যুদ্ধজাহাজ। ২০১৪ থেকে রাশিয়া ইউক্রেনের এই অংশটি নিজেদের দখলে রেখে দিয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়ার মোট সেনাবাহিনীর প্রায় অর্ধেক এখন ইউক্রেন সীমান্তে।