সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বহু পর্যটক। কেউ ঢেউয়ের জলে ভিজছেন, কেউ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। অন্য পর্যটকদের মতো দুই ছেলেমেয়ে শ্রেয়স, শ্রুতিকে নিয়ে সমুদ্রের আছড়ে পড়া ঢেউয়ে ভিজছিলেন সস্ত্রীক শশীকান্ত মহামানে। কিন্তু মুহূর্তের মধ্যেই এই আনন্দ যে বিষাদের রূপ নেবে তা ঘুণাক্ষরে আঁচ করতে পারেননি কেউ।
বুধবার নেটমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, আচমকা একটি বিশাল ঢেউ আছড়ে পড়ে পাড়ে। আর সেই ঢেউয়ের টানে ছিটকে পড়লেন অনেকেই। দুই ছেলেমেয়ে নিয়ে শশীকান্তও ছিটকে পড়েছিলেন। কিন্তু জলের সেই স্রোতে পড়ে দুই ছেলেমেয়ে তাঁর হাত ছিটকে গড়িয়ে যাচ্ছে দেখে শশীকান্ত তাদের আটকাতে এগিয়ে যান। কিন্তু পাড় পিচ্ছিল থাকায় নিজেকে সামলাতে পারেননি। ছেলেমেয়েকে নিয়েই সমুদ্রে ভেসে যান শশীকান্ত। কেউ কেউ দৌড়ে তাঁদের আটকাতে গিয়েছিলেন, কিন্তু তত ক্ষণে তিন জনই নাগালের বাইরে চলে যান। চোখের সামনে স্বামী, সন্তানদের অসহায়ের মতো ডুবতে দেখেন শশীকান্তের স্ত্রী।
আরও পড়ুন- Sourav Ganguly Felicitated by UK parliament: সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান ব্রিটিশ পার্লামেন্টের
জানা গিয়েছে, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে কর্মসূত্রে দুবাইয়ে থাকেন আদতে মহারাষ্ট্রের বাসিন্দা শশীকান্ত। ছেলেমেয়ে এবং স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে প্রতিবেশী দেশ ওমানে গিয়েছিলেন শশীকান্ত। রবিবার সেখানে পৌঁছেছিলেন।