প্রযুক্তিগত ত্রুটির ধাক্কায় 'মাটিতে' গোটা আমেরিকা! ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একটি কম্পিউটারের সমস্যার কারণে বুধবার অভূতপূর্ব এই ঘটনার জেরে আমেরিকা জুড়ে বিমান পরিষেবা বিঘ্নিত হল। মাটিতে নামিয়ে আনা হল সমস্ত বিমানকে। জানা গিয়েছে, একসঙ্গে প্রায় ৪০০টি বিমানকে জরুরি অবতরণ করানো হয়। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটা নাগাদ আচমকাই বিকল হয়ে যায় বিমানের গতিবিধি নজরে রাখার কম্পিউটারগুলি। তার ফলেই, একসঙ্গে সারা দেশের সমস্ত বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়।
ঘটনার দেড় ঘণ্টা পরেও পরিস্থিতির উন্নতি হয়নি বলেই জানা গিয়েছে। ব্যাহত হয়েছে আমেরিকার সঙ্গে যুক্ত মোট ১২০০টি বিমানের পরিষেবা।
প্রযুক্তিগত ত্রুটির কারণে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কয়েকশো বিমান পরিষেবা স্থগিত হয়ে গিয়েছে। তবে কী কারণে এই ত্রুটি সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি এফএএ।
বিমানের অবতরণের ব্যাপারে কোনও স্পষ্ট নির্দেশও দেয়নি এফএএ। কিন্তু, নিরাপত্তার কারণেই বিমান সংস্থাগুলি তাদের সমস্ত বিমানকে অবতরণ করিয়ে দেয় বলে জানা গিয়েছে।