মাটি খুঁড়তেই চোখ কপালে প্রত্নতাত্ত্বিকদের! পাওয়া গেল অন্তত ২৪০টি কঙ্কাল। যাদের মধ্যে শিশুর কঙ্কালই প্রায় ১০০ জনের কাছাকাছি। ঘটনাটি ঘটেছে গ্রেট ব্রিটেনের হোয়েলসের পেমব্রোকশায়ারে। একটি পুরনো ডিপার্টমেন্টাল স্টোরের মাটি খুঁড়তে গিয়েই এই কঙ্কালগুলো বেরিয়ে আসে। 'ওকি হোয়াইট' নামের ওই ডিপার্টমেন্টাল স্টোরটি একশো বছরেরও বেশি দিনের পুরনো। ২০১৩ সালে পাকাপাকিভাবে বন্ধ হয়ে গিয়েছিল।
প্রত্নতাত্ত্বিকদের অনুমান, এই দেহগুলি আসলে সেন্ট সেভিয়ার প্রায়োরিতে কবরস্থ করা হয়েছিল। যে প্রায়োরিতে সমাধিস্থ হওয়া ছিল অত্যন্ত সম্মানের ব্যাপার।
সাইট সুপারভাইজার অ্যান্ড্রু শবরুকের কথাতেও এরই ইঙ্গিত। তিনি জানান, 'এখানে এক সময় সমাজের সমস্ত শ্রেণীর মানুষকেই সমাধিস্থ করার রেওয়াজ ছিল'।
জানা গিয়েছে, এই দেহগুলি ওখান থেকে তুলে পুনরায় নতুন করে সমাধিস্থ করা হবে অন্য স্থানে। তার আগে প্রত্যেকটি দেহকে পরীক্ষা ও বিশ্লেষণ করা হবে পূর্ণাঙ্গভাবে।
আবার প্রত্নতাত্ত্বিকদের কারও কারও অনুমান, ১৪০৫ সালে ওয়েলসের এক বিক্ষুব্ধ নেতা ওয়েন গ্লিনডোয়ার তাঁর সেনাবাহিনী নিয়ে ঘিরে ফেলে অবরুদ্ধ করে দিয়েছিলেন গোটা এলাকাকে। তারই ফল এই গণকবর।