গত ১৪ ঘন্টায় প্রায় ৮০০ বার ভুমিকম্প আইসল্যান্ডে। ভূমিকম্পের জেরে ইতিমধ্যেই সে দেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। তীব্র আতঙ্ক ছড়িয়েছে দেশবাসীর মধ্যে। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি রাস্তাও।
আইসল্যান্ডের প্রশাসন জানিয়েছে, ১৪ ঘণ্টায় ৮০০ বার কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে কয়েকটি কম্পন বেশ কয়েকবার জোরালো এবং তীব্র ছিল। রিখটার স্কেলে সবথেকে তীব্র কম্পনের মাত্রা ছিল ৫.২। কয়েকদিনের মধ্যে অগ্ন্যুৎপাত হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।
অক্টোবর মাসের শেষ থেকেই বার বার ভূমিকম্পে কেঁপে উঠেছে আইসল্যান্ড। জানা গিয়েছে, অক্টোবর থেকে ওই দেশের দক্ষিণ-পশ্চিমে রেকজেন্স মালভূমিতে কমপক্ষে ২৪ হাজার বার কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুন - অন্তহীন হাহাকার, গাজায় মৃত্যু ছাড়াল ১১ হাজার
শুক্রবার থেকে কম্পনের মাত্রা আরও বেড়ে গিয়েছে। সেই কারণেই মনে করা হচ্ছে কোনও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভবনা রয়েছে। সেই কারণেই ঘন ঘন ভূমিকম্পে কেঁপে উঠছে গোটা দেশ।