হামাসের গোপন অস্ত্রভান্ডারের হদিশ পেল ইজরায়েল। ইজরায়েলি সেনার তরফে এমনই জানানো হল। পাশাপাশি নিজেদের টুইটার হ্যান্ডেলে একটি উদ্ধার হওয়া অস্ত্রের একটি ভিডিও শেয়ার করে তারা। সেখানে জানানো হয়েছে ৭ অক্টোবর গাজায় সেনা অভিযানের সময় ওই অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে।
মাটির প্রায় ৮০ মিটার গভীরে রয়েছে সংকীর্ণ সুড়ঙ্গপথ। ইজরায়েলি সেনাবাহিনীর দাবি ওই সুরঙ্গতেই সাজানো ছিল অস্ত্রভান্ডার। উদ্ধার হওয়া অস্ত্রভান্ডারের মধ্যে রয়েছে প্রায় দেড় হাজার হ্যান্ড গ্রেনেড, ৭৬০টি আরপিজি, ৪২৭টি বিস্ফোরক ভরা বেল্ট, ৩৭৫টি আগ্নেয়াস্ত্র এবং ১০৬টি রকেট।
Read More- অ্যানাস্থেসিয়া ছাড়াই গাজায় ব্রেন সার্জারি হচ্ছে শিশুদের!
ইজরায়েল সেনার তরফে এক্স হ্যান্ডেলে দাবি করা হয়েছে, ৭ অক্টোবর হামাস বাহিনী হামলা চালানোর আগে ওই বিপুল পরিমাণ অস্ত্র সাজানো হয়েছিল। ওই অস্ত্র ভান্ডারে রাশিয়ার তৈরি অস্ত্রের খোঁজ পাওয়া গিয়েছে। চিনা একে সিরিজের রাইফেল এবং ইরানে নির্মিত রকেটের সন্ধান পেয়েছে ইজরায়েল।