রবিবার সকাল থেকে উত্তপ্ত লাহোর। ইমরান খানের (Imran Khan) বাড়ি ঘিরে ধরেছে ইসলামাবাদ পুলিশ (Islamad)। আছে পাঞ্জাব প্রদেশের পুলিশও। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইমরান খানের গ্রেফতারি এখন সময়ের অপেক্ষা। নেতার গ্রেফতারি এড়াতে মরিয়া ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)। জ়ামান পার্কে ইমরানের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর অজস্র অনুরাগীরাও।
সংবাদ সংস্থা সূত্রে খবর, তোসাখানা মামলায় ইমরান খানের নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নগর দায়রা আদালত। পুলিশ ওয়ারেন্ট নিয়েই ইমরানের বাড়িতে আসে। ইমরানের গ্রেফতারির সম্ভাবনা দেখে পিটিআই সমর্থকরা ভিড় জমিয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটারের বাড়ির বাইরে।
আরও পড়ুন: ভারতের কাফ সিরাপই গ্যাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর কারণ, দাবি CDC-র
রবিবার সকালে ইসলামাবাদ পুলিশ পরপর টুইট করে। জানানো হয়, লাহোর পুলিশের সহযোগিতায় হানা দেওয়া হবে। তবে পিটিআই নেতা গ্রেফতারি এড়ানোর চেষ্টা করছেন। জানা গিয়েছে, ইমরান খানের ঘরে গিয়ে তাঁকে খুঁজে পায়নি পুলিশ।