প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলা করা হল। লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চের ডাক দিয়েছিলেন তিনি। আইএসআই প্রধানের সঙ্গে ইমরানের বাকবিতণ্ডার মাঝেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ওপর গুলি চালানো হয়। সূত্রের খবর, তাঁর পায়ে গুলি লেগেছে। ওয়াজিরাবাদের আল্লা-হু-চক'এর এই ঘটনায় ইমরানকে নিয়ে আক্রান্তের সংখ্যা অন্তত ৬ জন।
পিটিআই নেতা আজহারের টুইট থেকে জানা গিয়েছে, ডানপায়ে গুলি লাগলেও আপাতত সুস্থ আছেন ইমরান। অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফাওয়াদ চৌধরি জানিয়েছেন, আহত প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য লাহোরে আনা হচ্ছে।