স্বস্তিতে ইমরান খান। শুক্রবার তাঁকে ৯টি মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছে লাহোর হাই কোর্ট। তাঁর নামে ৮টি মামলাতেই সন্ত্রাসবাদের অভিযোগে ছিল। পাশাপাশি, তোষাখানা মামলায় শনিবার পর্যন্ত ইমরান খানকে রক্ষাকবচও দেওয়া হয়েছে। তাঁকে গ্রেফতার করা যাবে না।
গ্রেফতারি এড়াতে বিগত কয়েকদিন ধরে ইমরানের জ়ামান পার্কের বাড়ি রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ইমরানের অনুরাগীদের সংঘর্ষ হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন ইমরান। শনিবার সশরীরে আদালতে হাজির থাকবেন তিনি।
শুক্রবারও লাহোর হাই কোর্টে সশরীরে হাজির হন ইমরান খান। এর আগে হাই কোর্টের বিচারপতি পুলিশকে নির্দেশ দেন, ইমরানকে যেন পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে আদালতে নিয়ে আসা হয়। বিকেল সাড়ে ৫টা নাগাদ বিপুল সংখ্যক অনুগামীকে নিয়ে আদালতে আসে ইমরানের কনভয়। আদালত চত্বরের পরিস্থিতি প্রায় হাতের বাইরে বেরিয়ে যায়। আদালতের রায়ের পর উচ্ছ্বাসে মাতেন অনুরাগীরা।