দরজায় দাঁড়িয়ে পুলিশ । যে কোনও সময় গ্রেফতার হতে পারেন ইমরান খান (Imran Khan)। তাঁকে গ্রেফতার করতে লাহোরের বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ । তাঁর বাসভবনের বাইরে এখন পরিস্থিতি উত্তপ্ত । এমনই অবস্থায় পাকিস্তানবাসীদের উদ্দেশে টুইটারে ভিডিও বার্তা দিলেন ইমরান । ভিডিওতে, তিনি দেশবাসীদের তাঁর অধিকারের লড়াই চালিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন তিনি ।
ভিডিওতে ইমরানকে বলতে শোনা গেল, পুলিশ ভাবছে, ইমরানকে জেলবন্দী করলে দেশের মানুষ ঘুমিয়ে পড়বেন । পুলিশের এই ভাবনাকে ভুল প্রমাণ করতে হবে । দেশবাসীকে তাঁর বার্তা, অধিকারের জন্য গর্জে উঠতে হবে । ইমরানের কথায়, 'অধিকারের জন্য আপনাদের লড়তে হবে, রাস্তায় নামতে হবে। ঈশ্বর আমাকে সব কিছু দিয়েছেন। তাও আমি আপনাদের লড়াই লড়ছি। সারাজীবন ধরে এই লড়াই করেছি এবং ভবিষ্যতেও করে যাব । কিন্তু আমার কিছু হয়ে গেলে, যদি আমাকে জেলে পুরে দেয় বা মেরে ফেলে, আপনাদের কিন্তু সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশবাসীকে প্রমাণ করতে হবে যে তাঁকে ছাড়াও এই লড়াই চলতে পারে ।'
আরও পড়ুন, Russia-America : কৃষ্ণসাগরে আমেরিকান ড্রোনকে ধ্বংস রুশ যুদ্ধবিমানের, অভিযোগ মানতে নারাজ রাশিয়া
আগেও মার্চের প্রথম দিকে ইমরনা খানকে গ্রেফতার করতে তাঁর বাড়ি পৌঁছে গিয়েছিল পুলিশ । লাহোরের জামান পার্কে তাঁর বাড়ি ঘিরে ফেলেছিলেন তাঁরা । তবু ইমরান খানকে ধরতে পারেননি । বাড়ির ভিতরে ঢুকেও তেহরিক-ই-ইনসাফের নেতাকে খুঁজে পায়নি পুলিশ । তোষাখানা মামলায় অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করতে এসে খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁদের । উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া উপহার সরকারি ভান্ডার বা তোষাখানায় জমা না দিয়ে, মোটা দামে বিক্রি করার অভিযোগ ছিল ইমরানের বিরুদ্ধে।