ন্যাশনাল অ্যাসেম্বলি (National Assembly) থেকে পদত্যাগের সিদ্ধান্ত ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (PTI)। জানা গিয়েছে, সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনের (Prime Minister Election) আগে দল এই সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর ভিডিয়ো বার্তা দিয়েছেন ইমরান খান (Imran Khan)। ওই ভিডিয়ো বার্তায় ইমরান বলেন, শেহবাজ শরিফের মতো ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে আনা দেশের পক্ষে লজ্জাজনক। ওই ব্যক্তির বিরুদ্ধে দুটি আলাদা আলাদা দুর্নীতির অভিযোগ আছে। যার পরিমাণ পাকিস্তানি মুদ্রায় ৮ বিলিয়ন ও ১৬ বিলিয়ন টাকা। ওই ভিডিয়োতেই তিনি জানান, পাকিস্তানের ন্যাশনাল অ্য়াসেম্বলি থেকে দলের সব সদস্য ইস্তফা দেবেন।
আরও পড়ুন: ত্রিফলা সমস্য়ার মধ্য়ে সোমবার মোদী-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠক
উল্লেখ্য, এই ভিডিয়ো বার্তায় শেহবাজ শরিফের নাম উল্লেখ করেননি ইমরান খান।