দুর্নীতি মামলায় স্বস্তি। জেল থেকে ছাড়া পাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার তাঁকে স্বস্তি দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট। প্রধান বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি তারিখ জাহাঙ্গির নিয়ে গঠিত বেঞ্চ এদিন নিম্ন আদালতের রায়কে খারিজ করে দিয়েছে।
গত পাঁচই অগাস্ট পাক নিম্ন আদালতের নির্দেশে গ্রেফতার করা হয়েছিল তেহেরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, সরকারি সম্পত্তি নিজের বাড়িতে সাজিয়ে রাখার। যদিও এই কদিন জেলের বহাল তবিয়তে ছিলেন ইমরান।
মূলত সৌদি আরবের রাজার দেওয়া সব সরকারি সম্পত্তি নিজের বাড়িতে সাজিয়ে রেখেছিলেন ইমরান খান। দুবাইয়ে থাকা এক ব্যবসায়ী এই অভিযোগ করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে রাওয়ালপিন্ডি আদালত ইমরানের খানের তিন বছরের জেলের সাজা দিয়েছিল।