জাপানকে টপকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী পাসপোর্ট এখন সিঙ্গাপুরের।। হেনলে পাসপোর্ট ইনডেক্স বলছে, সিঙ্গাপুরের পাসপোর্ট থাকলে বিশ্বের ১৯২টি জায়গায় ভিসা ছাড়াই প্রবেশ করা যায়।
টানা ৫ বছর শীর্ষস্থানে থাকার পর তাদপর পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়াই বিভিন্ন দেশে যাওয়ার বিষয়ে জাপান এখন অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া এবং সুইডেনের সঙ্গে যৌথভাবে তিন নম্বরে আছে, জানাচ্ছে ব্লুমবার্গ।
প্রায় এক দশক আগে শীর্ষস্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এখন তার ৮ নম্বরে৷ বেক্সিটের পর গ্রেট ব্রিটেন দু'ধাপ উঠে এসে রয়েছে ৪ নম্বরে৷
৫ ধাপ এগিয়ে এসে টোগো এবং সেনেগালের সঙ্গে যৌথভাবে ৮০ নম্বরে আছে ভারত। ভারতীয় পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ৫৭টি দেশে যাওয়া যায়।
Smallest Country: জাতীয় পতাকা, পাসপোর্ট, এমন কী ফুটবল টিমও আছে নিজস্ব! অথচ দেশের জনসংখ্যা মাত্র ২৭
তালিকার সবার শেষে আছে আফগানিস্তান। তাদের পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ২৭টি দেশে যাওয়া যাবে। তালিকার তাদের ঠিক আগে আছে ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া, ইরাক।